শ্রীলঙ্কায় সর্বদলীয় বৈঠক ডাকার অনুরোধ সামরিক বাহিনীর

রয়টার্স ফাইল ফটো

পার্লামেন্টের স্পিকারকে সর্বদলীয় নেতাদের নিয়ে বৈঠক ডাকার অনুরোধ করেছে শ্রীলঙ্কার সামরিক বাহিনী ও পুলিশ।

একইসঙ্গে নতুন রাষ্ট্রপতি নিয়োগের আগে 'বর্তমান সংঘাতের' রাজনৈতিক সমাধান নিশ্চিত করতে তারা কী উদ্যোগ নেবে তা অবহিত করতে অনুরোধ করেছে সামরিক বাহিনী।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল শাবেন্দ্র সিলভা, বিক্ষোভকারীদের বিশেষ করে তরুণদের প্রতি সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী এবং পুলিশকে সহায়তার অনুরোধ জানিয়েছেন। যেন তারা দেশটির আইন-শৃঙ্খলা বজায় রাখতে পারে।

তিনি বিক্ষোভকারীদের রাষ্ট্রীয় বা ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর না করার আহ্বান জানান।

শ্রীলঙ্কা ক্রমবর্ধমান রাজনৈতিক সংকট এবং নতুন করে বিক্ষোভের ঢেউ শুরু হয়েছে। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছাড়ার কারণে মানুষ ক্ষুব্ধ। জরুরি অবস্থা উপেক্ষা করে হাজার হাজার বিক্ষোভকারী লঙ্কান পতাকা হাতে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘিরে ফেলে। ব্যারিকেড ভেঙে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়া বিক্ষোভকারীদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।

Comments