শ্রীলঙ্কায় নিত্যপণ্যের ঘাটতি পূরণে কমিটি গঠন নতুন প্রধানমন্ত্রীর

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী
রনিল বিক্রমাসিংহে। ছবি: এএফপি

অর্থনৈতিক সংকটে টালমাটাল শ্রীলঙ্কায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঘাটতি মেটাতে কমিটি গঠন করেছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।

প্রধানমন্ত্রীর মিডিয়া ইউনিটের বরাত দিয়ে আজ শুক্রবার শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিরর এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী ইউএনপি নেতা বজ্র আবেবর্ধনেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যের যোগান কতটা আছে, সে বিষয়ে তদারকির কাজে নিযুক্ত করেছেন। এ ছাড়া, ইউএনপি উপনেতা রুয়ান বিজয়বর্ধনেকে ওষুধের ঘাটতির দিকে নজর দেওয়ার কাজে নিযুক্ত করা হয়েছে।

ইউএনপির সহকারী নেতা আকিলা বিরাজ কার্যশ্যামকে কৃষিক্ষেত্রে সারের ঘাটতির বিষয়টি দেখা এবং ইউএনপির জাতীয় সংগঠক সাগালা রত্নায়েকেকে জ্বালানি সংক্রান্ত বিষয়গুলো দেখার দায়িত্ব দেওয়া হয়েছে।

এই কমিটি প্রতিটি খাতের সমস্যা চিহ্নিত করে প্রধানমন্ত্রীর কাছে প্রতিবেদন দেবে।

Comments

The Daily Star  | English

US tariff at 20% 'satisfactory', says Khosru

Will comment after knowing full details of the deal

57m ago