শ্রীলঙ্কার মন্ত্রিসভায় নতুন ৯ মন্ত্রী

অর্থনৈতিক সংকট নিয়ে কলম্বোতে শ্রীলঙ্কার শিক্ষার্থীদের বিক্ষোভ। গত ৪ মে তোলা ছবিটি। ছবি: এএফপি

অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কার মন্ত্রিসভায় ৯ জন নতুন মন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে।

আজ শুক্রবার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সামনে শপথ নেন তারা।

শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিররের প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, নিমাল সিরিপালা ডি সিলভা বন্দর, নৌ ও বিমানমন্ত্রী, সুশীল প্রেমজয়ন্ত শিক্ষামন্ত্রী, কেহেলিয়া রামবুকওয়েলা স্বাস্থ্যমন্ত্রী, বিজয়দাসা রাজাপাকসে বিচার, কারা বিষয়ক ও সাংবিধানিক সংস্কার বিষয়ক মন্ত্রী, হারিন ফার্নান্দো পর্যটন ও ভূমিমন্ত্রী, রমেশ পাথিরানা প্ল্যান্টেশন শিল্পমন্ত্রী, মানুশা নানায়াক্কারা শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, নালিন ফার্নান্দো বাণিজ্য ও খাদ্য নিরাপত্তা মন্ত্রী এবং তিরান আলেস জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

8h ago