জ্বালানি সংকট মোকাবিলায় ইসলামাবাদে রাত ৯টার মধ্যে বাজার-শপিংমল বন্ধ
জ্বালানী সংকট মোকাবিলায় পাকিস্তানের প্রশাসনিক রাজধানী ইসলামাবাদের সব বাজার ও শপিং মল রাত ৯টার মধ্যে বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।
আজ রোববার পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এই নির্দেশের সঙ্গে সংযুক্ত বার্তায় বলা হয়, ইসলামাবাদে পাকিস্তানের ফৌজদারি দণ্ডবিধির ১৪৪ নং ধারা জারি করা হবে।
বিবৃতিতে আরও বলা হয়, বিয়ের অনুষ্ঠানের হলগুলো রাত ১০টার মধ্যে বন্ধ করে দিতে হবে। চিকিৎসা সামগ্রীর দোকান, ফার্মেসী, হাসপাতাল, পেট্রোল পাম্প, সিএনজি স্টেশন, বেকারি, দুধের দোকান, সবজি বাজার, তন্দুর (সড়কের পাশে তন্দুরি রুটি ও অন্যান্য খাবারের দোকান) এবং বাস স্ট্যান্ড এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।
রেস্তোরাঁ, শিল্প প্রতিষ্ঠান, ক্লাব, পার্ক এবং সিনেমাহল রাত সাড়ে ১১টার মধ্যে বন্ধ করে দিতে হবে।
গতকাল শনিবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হামজা শাহবাজ ঘোষণা দেন, সরকার দেশের চলমান জ্বালানী সংকটের সঙ্গে মোকাবিলার জন্য জ্বালানীর সাশ্রয় করার উদ্যোগ নিতে যাচ্ছে, যার অংশ হিসেবে রাত ৯টার মধ্যে রাজ্যের সব বাজার বন্ধ করে দিতে হবে।
শুক্রবার সিন্ধ রাজ্যের সরকারও একই ঘোষণা দেয়।
বিবৃতি মতে, এই উদ্যোগ ১৬ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে
Comments