শিনজো আবের নিরাপত্তায় ত্রুটি ছিল: জাপান পুলিশ
গুলিতে নিহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের নিরাপত্তাব্যবস্থায় ত্রুটি ছিল বলে স্বীকার করেছে জাপান পুলিশ।
আজ সোমবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শিনজো আবের নিরাপত্তাব্যবস্থায় ত্রুটি থাকার বিষয়টি স্বীকার করেছে জাপান পুলিশ।
নারা শহরের পুলিশ প্রধান তোমোয়াকি ওনিজুকা বলেন, 'শিনজো আবের নিরাপত্তাব্যবস্থায় যে ত্রুটি চিল, সেট অস্বীকার করার উপায় নেই।'
গত ৮ জুলাই নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নারা শহরে রাস্তার পাশে বক্তৃতা দেওয়ার সময় জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করা হয়। এরপর হাসপাতালে নেওয়ার কয়েক ঘণ্টা পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বেকে গুলি করার কথা স্বীকার করেছেন সন্দেহভাজন তাতসুইয়া ইয়ামাগামি (৪১)। পুলিশ বলেছে, গুলি করার সময় জিজ্ঞাসাবাদে তিনি বাড়িতে তৈরি একটি বন্দুক ব্যবহারের কথা জানিয়েছেন।
Comments