পদত্যাগ করতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদি সুগা

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। ছবি: রয়টার্স

দায়িত্ব পাওয়ার মাত্র এক বছরের মাথায় পদত্যাগ করতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য দলের নেতা নির্বাচনে প্রার্থী হবেন না বলে জানিয়েছেন তিনি।

বিবিসি জানায়, এ বছরের সাধারণ নির্বাচনের আগে করোনা মহামারিতে সুগার জনপ্রিয়তা ৩০ শতাংশেরও নিচে নেমে এসেছে। জাপানে করোনাভাইরাসের সংক্রমণ তীব্র আকার ধারণ করেছে।

এখন পর্যন্ত দেশটিতে দেড় মিলিয়নেরও বেশি আক্রান্ত শনাক্ত হয়েছেন। টিকাদানেও পিছিয়ে আছে জাপান। এ ছাড়া, করোনাভাইরাসের মারাত্মক সংক্রমণের মধ্যেই এ বছর অলিম্পিক গেমস আয়োজনের সিদ্ধান্তটিও ব্যাপকভাবে অ-জনপ্রিয় বলে প্রমাণিত হয়েছে।

গত বছর সেপ্টেম্বরে শিনজো অ্যাবে স্বাস্থ্যজনিত কারণে পদত্যাগ করলে প্রধানমন্ত্রী নির্বাচিত হন ৭২ বছর ইয়োশিহিদে সুগা। আগামী ২৯ সেপ্টেম্বর জাপানের ক্ষমতাসীন দল এলডিপি'র দলীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে জয়ী নেতাই জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। কারণ পার্লামেন্টের নিম্নকক্ষে দলটির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

আগামী ১৭ অক্টোবর জাপানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

Comments

The Daily Star  | English

JnU students begin mass hunger strike

Approximately 5,000 current and former students have joined the protest

2h ago