জাপানে ভারি বৃষ্টি ও ভূমিধসে নিহত ২, নিখোঁজ ২০
জাপানের কেন্দ্রীয় শহর শিজুওকার আতামিতে ভারি বৃষ্টি ও ভূমিধসের কারণে কমপক্ষে দু’জন নিহত হয়েছেন। এছাড়া, আরও ২০ জন নিখোঁজ আছেন বলে জানা গেছে।
জাপানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম এনএইচকের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভিডিও ফুটেজে শিজুওকা প্রিফেকচারের আতামি শহরে ভারি বৃষ্টিপাত ও ভূমিধসের দৃশ্য দেখা গেছে। পুলিশ বলছে, কমপক্ষে ১০টি বাড়ি ভেসে গেছে।
নিরাপত্তা বাহিনী এবং টোকিও মেট্রোপলিটন পুলিশের প্রায় দুইশ কর্মী অনুসন্ধান ও উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন।
ভূমিধসের পর শহরের প্রায় ২০,০০০ পরিবারে সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা জারি করেছেন কর্মকর্তারা।
কর্তৃপক্ষ শিজুওকা এবং কানাগাওয়া প্রিফেকচারের কিছু অংশে ভূমিধসের সতর্কতা জারি করেছে। কিছু নদী ইতোমধ্যে বন্যার বিপদের স্তর অতিক্রম করেছে।
তারা সতর্ক করে দিয়ে বলেছে, নিচু এলাকায় আরও ভূমিধস ও নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা হতে পারে।
ভারি বৃষ্টির কারণে সড়কে নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় টোকিও এবং ওসাকার মধ্যে বুলেট ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে।
Comments