জাপানে একদিনে রেকর্ড করোনা শনাক্ত
জাপানে প্রথমবারের মতো করোনার দৈনিক সংক্রমণ ৫০ হাজার ছাড়িয়েছে। দেশটিতে ওমিক্রন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ছে। গত ২৪ ঘণ্টায় জাপানে ৫০ হাজার ২০০ জনের করোনা শনাক্ত হয়েছে বলে ফুজি নিউজ নেটওয়ার্কের (এফএনএন) এক প্রতিবেদনে বলা হয়েছে।
এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী টোকিওতে একদিনে ১১ হাজার ২২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। টোকিও প্রশাসন জানিয়েছে, টোকিওতে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন আক্রান্তদের মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাজধানীর প্রায় ৩৪.৩ শতাংশ হাসপাতালের বেড বর্তমানে করোনা রোগীর দখলে। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, দখলের হার ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি হলে আরও কঠোর বিধিনিষেধসহ জরুরি বহাল থাকবে।
গত ২৪ ঘণ্টায় ওসাকা প্রিফেকচারে ৭ হাজার ৩৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। যা টানা দ্বিতীয় রেকর্ড এবং সেখানকার প্রশাসন দুটি মৃত্যুর কথা জানিয়েছে।
এফএনএন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জাপানের ৪৭টি প্রিফেকচারের মধ্যে প্রায় ৩০টি প্রিফেকচার রেকর্ড শনাক্ত হওয়ায় দেশব্যাপী অন্তত ৫০ গাজার ২০০ জনের করোনা শনাক্ত হয়েছে।
শুক্রবার পর্যন্ত জাপানের জনসংখ্যার ৭৮.৭ শতাংশ সম্পূর্ণ টিকা পেয়েছেন। কিন্তু মাত্র ১.৫ শতাংশ বুস্টার ডোজ পেয়েছেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে।
Comments