চীনের হুমকির পরও তাইওয়ান সফরে যাচ্ছেন পেলোসি

ন্যান্সি পেলোসি। রয়টার্স ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি মঙ্গলবার তাইওয়ান সফর করতে যাচ্ছেন বলে এ বিষয়ে অবহিত দুই ব্যক্তি রয়টার্সকে জানিয়েছে। চীন সতর্ক করে বলেছে, তিনি যদি তাইওয়ান সফর করেন তাহলে চীনের সামরিক বাহিনী কখনোই 'অলস বসে থাকবে না'।

রয়টার্স বলছে, পেলোসি সোমবার সিঙ্গাপুরের মাধ্যমে এশিয়া সফর শুরু করেন। তিনি মঙ্গলবার রাতে তাইওয়ানে থাকবেন বলে ওই দু'জন জানিয়েছে।

তবে, পেলোসির ভ্রমণ পরিকল্পনার বিষয়ে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি তাইওয়ানে যাবেন কিনা তা নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনার মধ্যে রোববার পেলোসির অফিস জানিয়েছিল, তিনি এই অঞ্চলে কংগ্রেসের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। তার সফরে সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং জাপান অন্তর্ভুক্ত থাকবে। তবে, তার অফিস তাইওয়ানের কথা উল্লেখ করেনি।

একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, পেলোসির তাইওয়ান সফর নিয়ে যুক্তরাষ্ট্র কিছু মিত্রকে অবহিত করেছে। অন্য একটি সূত্র জানিয়েছে, পেলোসির কিছু অ্যাক্টিভিস্টের সঙ্গে দেখা করার কথা আছে, যারা তাইওয়ানের অধিকার নিয়ে স্পষ্টভাষী।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান সোমবার বলেন, পেলোসি তাইওয়ান সফর করলে তা হবে 'চীনের অভ্যন্তরীণ বিষয়ে চরম হস্তক্ষেপ'। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এর ফলে 'গুরুতর পরিণতি' তৈরি হতে পারে।

ঝাও ব্রিফিংয়ে বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে আরও একবার বলতে চাই, চীন পাশে আছে, চীনা পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) কখনো অলসভাবে বসে থাকবে না এবং চীন তার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় দৃঢ় প্রতিক্রিয়া এবং পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে।

পিএলএ কী ধরনের ব্যবস্থা নিতে পারে জানতে চাইলে ঝাও বলেন, যদি তিনি যাওয়ার দুঃসাহস দেখান, তাহলে অপেক্ষা করুন এবং দেখুন কী হয়।

চীনের দৃষ্টিতে তাইওয়ানে মার্কিন কর্মকর্তাদের সফর চীনা দ্বীপটির স্বাধীনতাপন্থীদের উৎসাহব্যঞ্জক বার্তা দিচ্ছে। তাইওয়ানের সঙ্গে ওয়াশিংটনের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই।

Comments

The Daily Star  | English

World Bank lowers growth forecast for Bangladesh to 3.3% in FY25

The WB attributed the overall deceleration in the first three quarters of FY25 to a sharp decline in private and public investment

38m ago