শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য জাগো ফাউন্ডেশন পেল ইউনেস্কো পুরস্কার
বাংলাদেশের বেসরকারী প্রতিষ্ঠান জাগো ফাউন্ডেশন এবং একটি জার্মান এনজিও কিরণকে আজ মঙ্গলবার ফ্রান্সে ইউনেস্কো কিং হামাদ বিন ইসা আল খলিফা পুরস্কার দিয়ে সম্মানীত করা হয়।
জাগো ফাউন্ডেশন দেশের গ্রামাঞ্চলে অনলাইন স্কুল প্রকল্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা বিস্তারের জন্য, এবং কিরণ উচ্চশিক্ষায় তথ্যপ্রযুক্তির ব্যবহার নিয়ে কাজ করার জন্য এই পুরস্কার লাভ করে।
বাংলাদেশ সময় আজ বিকেলে প্যারিসে ইউনেস্কোর সদরদপ্তরে পুরস্কার বিজয়ীদের প্রত্যেককে ২৫ হাজার ডলার ও একটি করে সনদপত্র দেওয়ার কথা রয়েছে।
ইন্টার্যাকটিভ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জাগো ফাউন্ডেশন দেশের প্রত্যন্ত এলাকায় সুবিধাবঞ্চিত ছেলে-মেয়েদের পাঠদানের ব্যবস্থা করে অনলাইন স্কুল কর্মসূচির মাধ্যমে।
রাজধানী ঢাকা থেকে প্রশিক্ষিত শিক্ষকরা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বাংলা, ইংরেজি, অংক এবং পরিবেশ ও সামাজিক বিজ্ঞান বিষয়ে পাঠদান করান।
অন্যদিকে, জার্মানি-ভিত্তিক প্রতিষ্ঠান কিরণ বাস্তুহারা, শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের উচ্চশিক্ষার জন্য কাজ করে থাকে।
Comments