বিড়ালের বানর মা

বিরল ঘটনার জন্ম দেয়া মা বানর এবং বিড়াল ছানা
বিরল ঘটনার জন্ম দেয়া মা বানর এবং বিড়াল ছানা। ছবিঃ স্টার।

কুড়িয়ে পাওয়া এক শিশুকে নিয়ে সুখেই দিন কাটছে এক দম্পতির, আর তাইনা দেখতে ভীড় জমাচ্ছেন দর্শনার্থীরা।

ভীড়তো জমাবেই, কারণ এক বানর দম্পতি গত একমাস ধরে একটি বিড়াল ছানাকে নিজের সন্তানের মতো লালনপালন করছে।

সম্পর্কটি যতই অদ্ভুত হোক না কেন, বিড়ালের বাচ্চাটির জন্য বানর দুটির ভালবাসার কোন কমতি নেই। বিরল এই ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায়।

বিড়ালের ছানাটিকে মা বানর বুকের দুধ খাওয়াচ্ছে, আবার নিজের ভাগের খাবারও দিচ্ছে, সে দেখবার মতোই এক দৃশ্য বটে।

তাদের দেখতে স্থানীয়রা ভীড় জমাচ্ছেন শ্রীমঙ্গলের জালালিয়া রোডের একটি পাখি প্রজনন কেন্দ্রে। বানর ও বিড়াল ছানাটির সখ্যতা দেখে অবাক হচ্ছেন সবাই।

কোন দর্শনার্থী কাছে গেলে বানরটি বিড়ালের বাচ্চাটিকে বুকে জড়িয়ে ধরে। সবাই এই দৃশ্য খুব উপভোগ করছে বলে জানান ঢাকা থেকে আসা দর্শনার্থী মনিব রহমান।

এই পাখি প্রজনন কেন্দ্রের পরিচালক আব্দুল আহাদ মিয়া জানান তাদের এক জোড়া বানর ছিল যাদের কোন বাচ্চা ছিলনা। পুরুষ বানরটি সদ্য জন্মানো একটি বিড়াল ছানা খুঁজে পেয়ে স্ত্রী বানরটিকে দেয়। তখন থেকেই স্ত্রী বানরটি মায়ের মতো বিড়াল ছানাটির দেখাশোনা করছে।

তিনি আরো জানান, এই বানরগুলো সর্বভূক হলেও বিড়াল ছানাটির কোন ক্ষতি করেনি তারা।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

The ceasefire that couldn't heal: Reflections from a survivor

I can’t forget the days in Gaza’s hospitals—the sight of dismembered children and the cries from phosphorus burns.

6h ago