বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচঃ বাটলার অনুতপ্ত, স্টোকস টুইটারে ক্ষিপ্ত
আউট হওয়ার পর অপেশাদারসুলভ প্রতিক্রিয়ার জন্য ইংল্যান্ড অধিনায়াক জস বাটলার দুঃখ প্রকাশ করলেও তার দলের সদস্য বেন স্টোকস টুইটারে একহাত দেখে নিলেন বাংলাদেশ ক্রিকেট খেলোয়াড়দের।
গতকাল মিরপুরে বাংলাদেশের সাথে দ্বিতীয় একদিনের ম্যাচে ইংল্যান্ড ৩৪ রানে হারে। নিজস্ব সংগ্রহ ৫৭ রানের মাথায় বাটলার আউট হন, তখন তার দলের ৭ উইকেটে ১২৭। ইংলিশ অধিনায়কের উইকেটটি লাভে টাইগাররা যখন বাঁধভাঙ্গা আনন্দে আত্মহারা, ঠিক তখনই বাটলার গজরাতে গজরাতে তেড়ে যাচ্ছিলেন বাংলাদেশের খেলোয়াড়দের দিকে। আম্পায়ারদের হস্তক্ষেপে তা অবশ্য সামাল দেয়া যায়।
বাটলার বলেন, “মনে হয়েছে একটু বাড়াবাড়ি, সবাই মিলে আনন্দ করবে তাতে আমার বলার কিছু নেই। আমি জানি ক্রিকেট নিয়ে দেশটির প্রচণ্ড আবেগ এবং খেলোয়াড়রাও আবেগী, সে নিয়েও আমার কোনো সমস্যা নেই। তবে তারা যেভাবে আনন্দ করছিল তাতে আমি হতাশ হয়েছি। উইকেট পাওয়ায় আনন্দ উদযাপনে আমার কোনো অভিযোগ নেই, কিন্তু তা আমার মুখের সামনে দিয়ে কেন করতে হবে... তাদের আনন্দের যুক্তি আছে কিন্তু তাই বলে আরেকজনের সামনে দিয়ে দৌড়ে তার মুখের উপর দিয়ে কেন করতে হবে.” “সবকিছু বোঝার পর আমি হেঁটে সরে আসতে পারতাম, কী আর করা,” ইংলিশ অধিনায়ক বলেন। “প্রচণ্ড আবেগ কাজ করছিল, উইকেট পাওয়ার পর খুব স্বাভাবিকভাবেই ওরাও উদ্বেলিত। হয়তো আমার উচিত ছিল চলে আসা।”
“অধিনায়ক হিসেবে প্রতিক্রিয়ার বিষয়টাও অবশ্যই আরও অনেক আবেগের এবং স্বাভাবিক, কিন্তু এখানে আমার কিছু শেখার আছে যেনো এরকম বারবার না করি। আমি চেষ্টা করব শুধরে নিতে, শান্ত থাকতে, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে।”
অন্যদিকে, প্রথম ওয়ানডেতে শতরান করা স্টোকসকে মোটেও অনুতপ্ত মনে হয়নি। খেলাশেষে প্রতিপক্ষ দলের এক খেলোয়াড়ের সাথে শব্দযুদ্ধে নেমে পরেন তিনি। তার অভিযোগ, নিজ দলের এক খেলোয়াড়কে বাংলাদেশের এক খেলোয়াড় কাঁধে ধাক্কা দিয়েছে।
খেলা শেষ হওয়ার প্রায় দু’ঘণ্টা পর স্টোকস টুইট করেনঃ “জয়ের জন্য বাংলাদেশকে অভিনন্দন, ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে। কিন্তু আমার কোন সতীর্থকে হাতমেলানোর সময় ধাক্কা দেয়া আমি মেনে নেব না।”
তামিম ইকবালের সাথে ইংলিশ এক খেলোয়াড়ের কাঁধে ধাক্কা লাগে, ঘটনাটা ঘটে খেলা শেষ হওয়ার পর সবাই যখন হাত মেলাচ্ছিলো। আর এটাই হয়তো স্টোকস-এর ক্ষোভের কারণ।
Comments