ঢাবি চ ইউনিটে ভর্তি পরীক্ষায় পাশের হার ২.৪৭ শতাংশ
--২০৮ পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ
--মোট আসন সংখ্যা ১৩৫
--‘চয়েজ ফর্ম’ জমা দেয়ার তারিখ অক্টোবর ২৩-৩০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদের অধীনে ‘চ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে আজ। এই পরীক্ষায় ২ দশমিক ৪৭ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ন হয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আআমস আরেফিন সিদ্দিকি আজ বেলা সোয়া ১২টায় এই ফলাফল ঘোষণা করেন বলে জানান আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
১৩৫টি আসনের বিপরীতে অংশ নেয়া ৮,৪২১ জন পরীক্ষার্থীর মধ্যে ২০৮ জন উত্তীর্ণ হয়েছেন বলে জানান উপাচার্য।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (www.admission.eis.du.ac.bd) এবং মোবাইল ফোনে ক্ষুদে বার্তার মাধ্যমে ফলাফল জানা যাবে।
মোবাইল ফোনে ফল জানতে “DU CHA রোল নম্বর” লিখে ১৬৩২১ নম্বরে প্রেরণ করতে হবে।
উত্তীর্ণ পরীক্ষার্থীদের ২৩-৩০ অক্টোবরের মধ্যে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে ‘চয়েজ ফর্ম’টি পূরণ করতে নির্দেশনা দেয়া হয়েছে।
Comments