‘টেস্ট জয়ের প্রভাব ওডিআইগুলোতে থাকবে’

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্র্যাকটিস সেসন শেষে বিশ্রামের জন্য অধিনায়ক মাশরাফির নেতৃত্বে মাঠ ছাড়ছেন টাইগাররা। ছবি: বিসিবি

শততম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক জয়ের ২৪ ঘণ্টাও পার হয়নি, ততোক্ষণে দলের ভাবনা-চিন্তার কেন্দ্র এক দিনের ম্যাচের প্রস্তুতির দিকে সরতে শুরু করেছে। কলম্বোর প্রচণ্ড গরমে জিরিয়ে নিতে একটু বিরতি পেয়েছে টেস্ট স্কোয়াড। যে যার মতো করে সময় কাটালেও শ্রীলঙ্কার গরম মানিয়ে নিতে মাঠে নেমে পড়েছেন ওডিআই অধিনায়ক মাশরাফি মর্তুজা।

দলের অধিনায়কের সাথে ওডিআই দলের মোট সাত জনকে গতকাল কলম্বোর প্রেমাদাসায় ফিল্ডিং ড্রিল ও নেট প্র্যাকটিসে দেখা যায়। কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে আগামী ২২ মার্চের প্রস্তুতি ম্যাচের জন্য মাশরাফি, নুরুল হাসান, শুভাগত হোম, সানজামুল ইসলাম, মাহমুদুল্লাহ রিয়াদদের সাথে আবুল হাসান ও মোহাম্মদ শফিউদ্দিনও রয়েছেন এখানে।

গতকাল মাশরাফির সাথে রিয়াদ ও নুরুলও ব্যাট হাতে নেটে নামেন। সাথে সাথেই বোলারের পেছনের দেওয়ালে সজোরে বল পাঠাতে শুরু করেন তারা। যেন অপচয় করার মতো সময়ই নেই। কিন্তু এর চেয়েও যেদিকে সবার বেশি আগ্রহ ছিলো তা হলো গত জানুয়ারিতে নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি খেলার সময় হাতের বুড়ো আঙ্গুলের ফাটল থেকে সম্প্রতি সেরে ওঠা মাশরাফির বোলিং অনুশীলন।

একটু বিরাম নিয়েই আত্মবিশ্বাসী হয়ে ওঠেন মাশরাফি। মাঝারি গতিতে শফিউদ্দিনকে বাউন্স করেন তিনি। এর কিছুক্ষণ পরই একটি স্লোয়ার অফ-কাটার শুভাগতের অফ স্ট্যাম্প উপড়ে দেয়। কিন্তু গরমটা এখনো পুরোপুরি সয়ে উঠতে পারেননি তিনি। অনুশীলন শেষ হতেই ক্লান্তির একটা ছাপ ফুটে উঠে তার চেহারায়। কিন্তু পি সারা ওভালে টিমের ড্রেসিং রুমের পাশের সারিতে বসে দেখা শেষ টেস্ট নিয়ে কথা বলার মত উদ্যম তখনো ছিলো তার মধ্যে।

“বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা অনেক বড় বিজয় ছিলো। বাংলাদেশ দলকে তার শততম টেস্ট ম্যাচে জিততে দেখাটা অনেক বড় আনন্দের ব্যাপার। এটা শুধু খেলোয়াড়দের জন্য না সেখানে আর যারা উপস্থিত ছিল তারা সবাই এই আনন্দটা উপভোগ করেছেন,” বলেন মাশরাফি। “এখানে যারা ওডিআই খেলতে এসেছে তারা এ দিক থেকে সৌভাগ্যবান কারণ জয়ের মুহূর্তে ড্রেসিং রুম বা খেলোয়াড়দের মনের অবস্থাটা তারা দেখেছে।”

কথা এগুতেই ২৫ তারিখ ডামবুল্লায় শুরু হতে যাওয়া এক দিনের ম্যাচ সম্পর্কে তিনি বললেন, “এটা নিশ্চিতভাবেই ওডিআই সিরিজকে প্রভাবিত করবে। টেস্ট দলের বেশিরভাগ খেলোয়াড়ই ওয়ানডেতে খেলবে। এটাই তাদেরকে মানসিক দিক থেকে এগিয়ে রাখবে।”

“পাঁচটা টেস্টের পর আমরা সাদা বলে খলবো। স্কোর করার দিকে নজর রাখতে হবে আমাদের। মাথার ওপর চাপ না নিয়ে শুরুটা ভালো করতে পারলে সবকিছুই ঠিক মতোই হবে,” যোগ করেন অধিনায়ক মাশরাফি।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English
bangladesh bank buys dollar

BB asks female employees not to wear short sleeves at work

The Bangladesh Bank has issued a dress code for its officials and employees, suggesting female workers refrain from wearing short-sleeved and short-length dresses, and leggings while on duty.

4h ago