জয়কে নেতৃত্বে দেখতে চায় কাউন্সিলররা

সজীব ওয়াজেদ জয়
সজীব ওয়াজেদ জয়। স্টার ফাইল ফটো।

আওয়ামী লীগের সম্মেলনের সমাপনী দিনের কাউন্সিল অধিবেশনে বেশির ভাগ কাউন্সিলরই  প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়কে দলের নেতৃত্বে আনার দাবি জানিয়েছেন।

আজ রবিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে আওয়ামী লীগের ২০তম সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু হয়। দলের সভাপতি শেখ হাসিনা এতে বক্তব্য রাখেন।

কাউন্সিলররা তাঁদের ভাষণে জয়কে দলের ভবিষ্যৎ নেতা বলেছেন। তাঁরা বলেন, দলে যোগ দেয়ার এখনই উপযুক্ত সময় জয়ের।

সজীব ওয়াজেদ জয়কে আওয়ামী লীগের নেতৃত্বে দেখতে চেয়েছেন দলের তৃণমূল নেতারাও।

জয়কে নেতৃত্বে আনার আলোচনার সূত্রপাত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন মঞ্চে জয় আসার পর তিনি তাঁকে উঠে দাঁড়াতে বলেন। তিনি বলেন, “সবাই তোমাকে দেখতে চায়।”

সৈয়দ আশরাফ আরও বলেন, “আমাদের বয়স হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দিতে হবে তোমাকে। জয়ের মতো তরুণরা দেশ ও রাজনীতিতে নেতৃত্ব দিবে। জয় এসেছে। তাঁর বন্ধুরা আসবে। সহপাঠীরা আসবে। দেশটাকে এগিয়ে নিয়ে যাবে।”

আশরাফের এই কথার পর জয় উঠে দাঁড়ান। এসময় উপস্থিত জনতা বিপুল করতালি দিয়ে জয়কে অভিনন্দন জানান।

সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের উদ্বোধনী দিনের দ্বিতীয় সেশনে প্রতিটি বিভাগ থেকে একজন করে জেলা সভাপতি, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগের সভাপতি বক্তব্য দেন। তাঁরাও তখন জয়কে নেতৃত্বে আনার দাবি জানান।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Industrial output soars, but where are the jobs?

Over the past decade, more and more industries have sprung up across the country, steadily increasing production. But while output rose, factories did not open their doors to more workers.

11h ago