জার্মানি সফরে রোহিঙ্গা ইস্যুতে কথা বলবেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে জার্মানিতে এ প্রসঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, “রোহিঙ্গা ইস্যুতে আমরা ইতোমধ্যে ইউরোপীয় কমিশনের সঙ্গে কথা বলেছি। ড অ্যাঙ্গেলা মেরকেলের সাথে অবশ্যই এই ইস্যুতে কথা হবে।”
জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ ডেলিগেশন বৃহস্পতিবার ঢাকা ত্যাগ করবেন। চার দিনের এই সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন।
মাহমুদ আলী বলেন, রোহিঙ্গা ইস্যুতে সারা পৃথিবী বাংলাদেশের সঙ্গে রয়েছে। রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধে জাতিসংঘ ইতোমধ্যে কড়া ভাষায় মিয়ানমারের সমালোচনা করেছে।
তিনি আরও বলেন, “আমরা মনে করি রোহিঙ্গা ইস্যুতে আমরা সঠিক অবস্থানে রয়েছি কারণ সারা বিশ্ব বুঝতে পেরেছে রোহিঙ্গারা কীরকম ভোগান্তির মধ্য দিয়ে যাচ্ছে।”
রোহিঙ্গাদের ঠেঙ্গার চরে স্থানান্তরের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজার দেশের প্রধান পর্যটনকেন্দ্র, এটাকে ধ্বংস হতে দেওয়া যেতে পারে না। “পরিবেশগত ও স্থানীয় লোকজনের সমস্যার কথা বিবেচনা করতে হবে আমাদের।”
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঠেঙ্গার চরে রোহিঙ্গাদের চিরতরে থাকতে দেওয়া হবে না কারণ তাদের নিজেদের দেশে ফেরত পাঠানো হবে। রোহিঙ্গাদের এখনই স্থানান্তর করা হচ্ছে না। তাদের পাঠানোর আগে অবকাঠামো নির্মাণ ও জীবিকার ব্যবস্থা করা হবে।
রোহিঙ্গাদের ক্রমান্বয়ে হাতিয়ার ঠেঙ্গার চরে পাঠানোর প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছে সরকার।
Comments