এবার বাংলাদেশ বিমানে নিষিদ্ধ হল গ্যালাক্সি নোট ৭

গ্যালাক্সি নোট ৭
প্যারিসের পার্শ্ববর্তী লা ডিফেন্স বিজনেস ডিসট্রিক্টে স্যামসাং গ্যালাক্সি নোট ৭ ফোনের বিজ্ঞাপন। ছবিটি গত ৩০ সেপ্টেম্বর ২০১৬ তারিখে তোলা হয়। ছবি: এএফপি

যাত্রী নিরাপত্তার কথা বিবেচনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সকল ফ্লাইটে স্যামসাং গ্যালাক্সি নোট ৭ স্মার্টফোন বহন করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। স্যামসংয়ের এই মডেলের কিছু ফোনে আগুন ধরে যাওয়ার ঘটনার প্রেক্ষিতে সিদ্ধান্তটি নেয়া হয়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা একেএম রেজাউল করিম ডেইলি স্টারকে বলেন, “যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে গ্যালাক্সি নোট ৭ ফোন নিয়ে বিমানে না উঠতে আমরা সবার কাছে অনুরোধ করছি।”

প্রেস বিজ্ঞপ্তি দিয়েও নিষেধাজ্ঞার তথ্যটি জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

এর আগে অনেক দেশের বিমান সংস্থাই তাদের ফ্লাইটে গ্যালাক্সি নোট ৭ ফোন ব্যবহার ও বহন নিষিদ্ধ করেছে।

Click here to read the English version of this news

 

Comments

The Daily Star  | English

Those involved in Ijtema ground deaths won't be spared: home adviser

He also said that those who are involved with the killings must be brought to book.

27m ago