আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শনিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী
শনিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ছবি: টিভি থেকে নেয়া

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেছেন। আজ সকাল সোয়া ১০টায় পায়রা ও বেলুন উড়িয়ে সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দলটির সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এবারের সম্মেলনের স্লোগান ‘শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি দুর্বার, এখন সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার’। ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এখন পর্যন্ত আট জন সভাপতি আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়েছেন।

সকাল থেকেই দলটির হাজারো নেতা-কর্মী সম্মেলনস্থলে জড়ো হতে শুরু করেন।

উদ্বোধনী পর্বে দেশ বিদেশ থেকে বহু বিশিষ্ট অতিথি উপস্থিত হয়েছেন।

আগামীকাল ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে সম্মেলনের দ্বিতীয় পর্বের অধিবেশন অনুষ্ঠিত হবে। সারা দেশ থেকে সাড়ে ছয় হাজারের বেশি কাউন্সিলর সেখানে উপস্থিত থাকবেন। ওই অধিবেশনে দলের নতুন কার্যনির্বাহী সংসদ নির্বাচন করা হবে।

নতুন কার্যনির্বাহী সংসদ নির্বাচনের জন্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমান ও সাবেক সচিব রশিদুল আলমকে নিয়ে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ অর্জনগুলো ব্যানার ও বিলবোর্ডের মাধ্যমে প্রচার করা হচ্ছে।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English
shutdown at Jagannath University

Students, teachers call for JnU 'shutdown'

JnU students have continued their blockade at the capital's Kakrail intersection for the second consecutive day

3h ago