সংগীতশিল্পী নির্মলা মিশ্র মারা গেছেন
বাংলা গানের প্রখ্যাত শিল্পী নির্মলা মিশ্র মারা গেছেন। আজ রোববার দক্ষিণ কলকাতার চেতলার বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি।
একজন জ্যেষ্ঠ চিকিৎসক দ্য ডেইলি স্টারকে জানান, ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার পর নির্মলা মিশ্র মারা গেছেন।
নির্মলা মিশ্রের বয়স হয়েছিল ৮১ বছর। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি।
নির্মলা মিশ্রের জন্ম ১৯৩৮ সালে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের মজিলপুর গ্রামে। তার বাবা ছিলেন প্রখ্যাত সংগীতশিল্পী পণ্ডিত মোহিনী মোহন মিশ্র, মা ভবানী দেবী। বাবার কাছ থেকেই নির্মলা মিশ্রের সংগীতে হাড়েখড়ি। ষাটের দশকে সংগীতাঙ্গনে পা রাখেন তিনি। তার স্বামী প্রদীপ দাশগুপ্ত।
প্রখ্যাত শিল্পী মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায় ও শিপ্রা বসুসহ অন্য শিল্পীদের সঙ্গে দ্বৈত গান গেয়েছেন নির্মলা মিশ্র। 'এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না', 'ও তোতাপাখি রে শিকল খুলে উড়িয়ে দেব' এবং 'তোমার আকাশ দুটি চোখে' গানের জন্য তিনি বিখ্যাত।
Comments