বিয়ে করলেন পূর্ণিমা

ছবি: সংগৃহীত

বিয়ে করলেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। বরের নাম আশফাকুর রহমান রবিন, পেশায় একটি বহুজাতিক কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। লেখাপড়া করেছেন সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। 

গত ২৭ মে পূর্ণিমা ও রবিনের পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বর্তমানে তারা রাজধানীর একটি অভিজাত এলাকায় বসবাস করছেন।

ছবি: সংগৃহীত

আজ বৃহস্পতিবার রাতে দ্য ডেইলি স্টারকে বিয়ের খবরটি নিশ্চিত করে পূর্ণিমা বলেন, 'কাজের সূত্র ধরেই তার সঙ্গে পরিচয়। ৩ বছরে পরিচয় থেকে বন্ধুত্ব, সেখান থেকে পরস্পরের মন দেওয়া-নেওয়া।'

পূর্ণিমা ২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেছিলেন। ৩ বছর আগে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। ২০১৪ সালের ১৩ এপ্রিল তিনি কন্যা সন্তানের মা হন।

Comments

The Daily Star  | English