বিয়ে করলেন নয়নতারা

নয়নতারা। ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণি অভিনেত্রী নয়নতারা ও পরিচালক বিগনেশ শিবান বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার ৯ জুন সকালে তামিল নাড়ুর মহবালিপুরামের প্লাশ হোটেলে তদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

নয়নতারা ও বিগনেশ শিবান। ছবি: সংগৃহীত

ফিল্মফেয়ারের প্রতিবেদনে বলা হয়েছে, আজ সকাল ৮টার পর নয়নতারা-বিগনেশের বিয় হয়। মনিকার ডিজাইন করা পোশাকে বর-কনে সাজেন তারা  আমন্ত্রিত অতিথির তালিকায় ছিলেন রজনীকান্ত, মনি রত্নম, শাহরুখ খান, বনি কাপুর, আনুশকা শর্মাসহ অনেকেই।

২০১৫ সালে 'নানুম রাউডি ধান' সিনেমার শুটিং সেটে নয়নতারা ও বিগনেশ শিবান প্রেমের সম্পর্কে জড়ান। অবশেষে দীর্ঘ ৭ বছরের প্রেম পরিণয় পেলো।

নয়নতারা। ছবি: সংগৃহীত

বর্তমানে নয়নতারা ও বিগনেশ শিবান দু'জনের হাতেই সিনেমার কাজ আছে। নয়নতারার পরবর্তী সিনেমা 'আনাত্তে'। এ ছাড়া, মালায়ালাম ভাষার 'লুসিফার' সিনেমার রিমেকে দেখা যাবে তাকে। অন্যদিকে, 'কাতুবাকুলা রেন্ডু কাদাল' সিনেমাটি পরিচালনা করছেন বিগনেশ শিবান।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

2h ago