এ মাসেও দেশে ফিরছেন না শাকিব খান

শাকিব খান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

চলতি জুলাইয়েও বাংলাদেশে ফেরা হচ্ছে না ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের। গত নভেম্বরে তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পাওয়া জাতীয় পুরস্কার পাওয়া এই অভিনেতার এ মাসেও দেশে ফেরার কথা থাকলেও ফেরা হচ্ছে না।

আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে ম্যারিনা রোডে 'মিট অ্যান্ড গ্রিট উইথ দ্য ওয়ার্ল্ড সুপারস্টার সাকিব আল হাসান অ্যান্ড ঢালিউড কিং শাকিব খান' অনুষ্ঠানে তাকে দেখা যাবে।

যুক্তরাষ্ট্রের শো টাইম মিউজিকের প্রধান নির্বাহী আলমগীর খান আলম অনুষ্ঠানের বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

২ অঙ্গনের ২ তারকা এর আগেও বেশ কয়েকটি টিভি অনুষ্ঠানে এক সঙ্গে হাজির হয়েছিলেন। আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টায় অনুষ্ঠানটি শুরু হবে।

Comments