ডলি জহুরের জন্মদিন আজ

ডলি জহুর। ছবি: স্টার

টেলিভিশন নাটক ও চলচ্চিত্রের গুণী শিল্পী ডলি জহুর। সাড়া জাগানো নাটক 'এইসব দিনরাত্রি'র নীলু ভাবি চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। এ ছাড়া, 'শঙ্খনীল কারাগার' সিনেমায় অভিনয় করেও বিপুল সাড়া পান তিনি।

২ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুরের জন্মদিন আজ রোববার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন তিনি নাট্যচক্র'র সঙ্গে জড়িত হয়ে মঞ্চে অভিনয় শুরু করেন। একসময় নিয়মিত মঞ্চে অভিনয় করেছেন।

ঢাকাই মঞ্চের সাড়া জাগানো 'মানুষ' নাটকে সন্ধ্যারাণীর চরিত্রে অভিনয় তাকে অনন্য উচ্চতায় নিয়ে যায়। এ ছাড়া, 'ময়ূর সিংহাসন' ও 'ইবলিশ' নাটক দুটিও তার মঞ্চাভিনয়ের সেরা কাজ।

প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান 'শঙ্খনীল কারাগার' সিনেমায় রাবেয়া চরিত্রে অভিনয় করে। এরপর 'ঘানি' সিনেমার জন্য এই পুরস্কার পান। 'আগুণের পরশমণি', 'রং নম্বর', 'দারুচিনি দ্বীপ'সহ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন গুণী এই শিল্পী।

এখনো টেলিভিশন নাটকে সরব তিনি।

জন্মদিন উপলক্ষে ডলি জহুরকে নিয়ে আরেক গুণী শিল্পী দিলারা জামান দ্য ডেইলি স্টারকে বলেন, 'ডলির অভিনয় ও ব্যবহার সবকিছুকে ছাড়িয়ে গেছে। একজন শিল্পীকে একজন ভালো মানুষও হতে হয়। তার মধ্যে সেটা আছে। আমার সঙ্গে তার সম্পর্ক সত্যিই দারুণ মধুর। তার ভালোবাসা, আন্তরিকতা সবসময় মুগ্ধ করে এবং ভালোলাগার জন্ম দেয়।'

তিনি আরও বলেন, 'টেলিভিশনের সফল নাটক এইসব দিনরাত্রিতে আমি ও ডলি অভিনয় করেছি। সেসময় আমরা পাশাপাশি বাসায় থাকতাম। একসঙ্গে রিকশায় করে বিটিভিতে গিয়েছি গল্প করতে করতে। এই স্মৃতি আজও মনে গেঁথে আছে।'

মামুনুর রশীদ ডেইলি স্টারকে বলেন, 'অসাধারণ একজন অভিনয়শিল্পী ডলি জহুর। চরিত্রের সঙ্গে মিশে যেতে পারেন অনায়াসে। আমাদের আরণ্যক নাট্যদলের হয়ে এবং বাংলা থিয়েটারের হয়ে তিনি মঞ্চে অভিনয় করেছেন। দর্শকরা তার অভিনয়ে বার বার মুগ্ধ হয়েছেন। নিখুঁত অভিনয় করেন তিনি। একইসঙ্গে তিনি মঞ্চ, নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে পরিপূর্ণ শিল্পী হিসেবে গড়ে নিয়েছেন।'

আবুল হায়াত ডেইলি স্টারকে বলেন, 'দীর্ঘদিন আমরা একসঙ্গে অভিনয় করেছি। অনেক স্মৃতি আমাদের। শঙ্খনীল কারাগার সিনেমায় ডলি জহুরের বাবার চরিত্রে অভিনয় করেছিলাম। শতভাগ অভিনেত্রী বলতে যা বোঝায় সেটাই তিনি। মানুষ হিসেবেও অসম্ভব ভালো। শিল্পীর ভেতর বিনয় থাকতে হয়। যা প্রচণ্ড রকমভাবে তার মধ্যে আছে। তার দীর্ঘজীবন কামনা করি।'

তারিক আনাম খান ডেইলি স্টারকে বলেন, 'ডলি জহুরের অভিনয় ক্ষমতা অনেক। সহজাত অভিনয় করেন। সাবলীল অভিনয় করেন। যে কারণে কয়েক দশক ধরে টানা অভিনয় করে যাচ্ছেন। মঞ্চে তার অভিনয় দেখেছি। কী অসাধারণ অভিনয় করেছেন। নাটক ও সিনেমা দুই মাধ্যমেও অভিনয়ের জাদু দেখিয়েছেন। জন্মদিনে তার জন্য দীর্ঘ জীবন প্রত্যাশা করি।'

Comments

The Daily Star  | English

Nation mourns lost children

The death toll from the jet crash at Milestone School and College rose to 32 yesterday, as the nation reeled from shock and grief following the country’s deadliest aviation tragedy in years.

6h ago