সোহানা সাবার সুখবর আগস্টে

সোহানা সাবা
সোহানা সাবা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

'আয়না', 'খেলাঘর', 'প্রিয়তমেষু', 'বৃহন্নলা', 'চন্দ্রগ্রহণ' সিনেমাগুলো সোহানা সাবাকে এনে দিয়েছে প্রশংসা ও দর্শকপ্রিয়তা। ভারতীয় বাংলা সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। এ ছাড়া, টেলিভিশন নাটকেও নিয়মিত অভিনয় করছেন। আগস্টে সুখবর নিয়ে আসছেন এই অভিনেত্রী।

সম্প্রতি দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন সোহানা সাবা।

সোহানা সাবা
ছবি: ফেসবুক থেকে নেওয়া

আগস্টে সুখবর দিতে পারবেন বলেছিলেন, সেই বিষয়টি জানান।

আমার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম খামারবাড়ি। সিনেমা প্রযোজনা করব। আগস্টে সুখবর দিতে পারব। আশা করছি আগস্টের শেষের দিকে সবাইকে সুখবরটি জানাতে পারবো। পুরোদমে প্রস্তুতি চলছে। অনেকটাই গুছিয়ে এনেছি। ভালো কিছুর সঙ্গে থাকতে চাই। সেভাবেই প্রস্তুতি চলছে।

শুধু কি ভালো সিনেমা নির্মাণ হলেই দর্শকরা প্রেক্ষাগৃহে ফিরবে?

ভালো সিনেমার সঙ্গে ভালো প্রেক্ষাগৃহ লাগবে। এটার খুব প্রয়োজন। কেননা, দর্শকরা সুন্দর পরিবেশে সিনেমা দেখতে চান। সিনেপ্লেকসকে ঘিরে দর্শকদের আগ্রহ আছে। কিন্তু, সারাদেশে যতগুলো প্রেক্ষাগৃহ আছে, সবগুলোর পরিবেশ সুন্দর করতে হবে। মানুষ যেন পরিবার নিয়ে সিনেমা দেখতে যেতে পারেন। তাহলেই তাদের আগ্রহ বাড়বে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখার।

সোহানা সাবা
ছবি: ফেসবুক থেকে নেওয়া

অবশ্যই অনেক সিনেমা বানাতে হবে এবং ভালো সিনেমা বানাতে হবে।

আপনার ক্যারিয়ারে ভালো কিছু সিনেমা যুক্ত হয়েছে?

আমি খুব ভাগ্যবতী যে, ভালো কিছু সিনেমায় অভিনয় করতে পেরেছি। যা সব মহলে প্রশংসা পেয়েছে। এখনো সেসব সিনেমার কথা মানুষ বলেন। আমার অভিনীত সিনেমাগুলো ভালো বাজেট নিয়ে বানানো হতো। গল্পগুলো অসাধারণ ছিল।

দেশ-বিদেশ ঘুরে বেড়ান, কবে থেকে এর শুরু?

শুটিংয়ের সুবাদে অনেক দেশ ঘুরেছি। আবার আমার নিজের দেশটাও অনেক সুন্দর। নিজের দেশেও ঘুরেছি। বেড়ানোর ইচ্ছাটা অনেকদিন ধরেই আছে। মিশরে গিয়েছি একবার। মালদ্বীপে একবার। আরও অনেক দেশে গেছি। সামনে ইউরোপে যাওয়ার ইচ্ছা আছে।

সোহানা সাবা
ছবি: ফেসবুক থেকে নেওয়া

সত্যি কথা বলতে, দেশের ইতিহাস আমাকে খুব টানে। আমি শুধু ঘুরে বেড়াই না, ওই দেশের ইতিহাসও জেনে নিই।

আমার কয়েকজন বান্ধবী আছে। আমরা পরিকল্পনা করে ঘুরতে যাই। আমি দুনিয়া দেখতে চাই। দেখুন, কেউ টাকা জমায়, কেউ সম্পদ করে, নানা রকম শখ মানুষের। আমার শখ ঘুরে বেড়ানো।

সম্প্রতি, বিয়ে নিয়ে আপনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন?

বিয়েটা জীবনের জন্য বড় বিষয়। এই বিষয়ে আমার প্রথম কথা—আমি বিয়ে করব। কালকেই করব তা বলিনি। বিয়ে করলে এমন কাউকে করব, যে আমার ব্যাপারগুলো বুঝবে, আমিও তাকে বুঝব। বোঝাপড়াটা ভালো হতে হবে। তেমন কাউকে পেলে তখন সিদ্ধান্ত নেব।

সোহানা সাবা
ছবি: ফেসবুক থেকে নেওয়া

আপনার কাছে জীবনের মানে কি?

জীবন মানে অন্যের জন্য কিছু করে যাওয়া। আবার জীবন হচ্ছে তুচ্ছ, উদ্দেশ্যহীন। হাজার হাজার বছর ধরে পৃথিবী চলছে। পুরনোরা বিদায় নিচ্ছেন, নতুনরা আসছে। জীবনটাকে এভাবেই দেখি।

Comments

The Daily Star  | English

Jatiyo Party's office set on fire in Khulna

Protesters vandalised the Jatiyo Party office in Khulna's Dakbangla area last evening

1h ago