জায়েদ নন, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ

অভিনেত্রী নিপুণ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খান নন, নির্বাচিত হয়েছেন নিপুণ। আজ শনিবার সভা শেষে সাধারণ সম্পাদক হিসেবে নিপুণের নাম ঘোষণা করেছে আপিল বোর্ড।

একইসঙ্গে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।   

তবে ওই সভায় জায়েদ খান উপস্থিত ছিলেন না।

জায়েদ খান ও কার্যকরী সদস্য চুন্নুর প্রার্থিতা স্থগিত চেয়ে আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহানের কাছে লিখিত অভিযোগ জানিয়েছিলেন নিপুণ।

সেই অভিযোগ আমলে নিয়ে শিল্পী সমিতির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খান ও কার্যনির্বাহী সদস্য চুন্নুর প্রার্থিতা বাতিলের বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব বরাবর এক চিঠিতে দিকনির্দেশনা চান আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।

সেই চিঠি আমলে নিয়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আপিল বোর্ডের চেয়ারম্যানকে ক্ষমতা দিয়েছিল সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর কর্তৃপক্ষ।

নিপুণের অভিযোগ ছিল, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাচন কমিশনার— সবাই কাজ করেছেন জায়েদ খানের পক্ষে। আর তাই ফলাফল তার বিপক্ষে গেছে।

পাশাপাশি সাধারণ সম্পাদক পদে জয়ী হতে জায়েদ খান টাকা দিয়ে ভোট কিনেছেন বলেও দাবি করেছেন নিপুণ৷ নির্বাচনের দিন থেকেই এ অভিযোগ করে আসছেন তিনি।  

Comments

The Daily Star  | English
Why 2025 is a crucial year for Bangladesh

Why 2025 is a crucial year for Bangladesh

Let us recap some of the most critical lessons of 2024 as we look forward to 2025.

5h ago