সৌদি আরামকোর লাভ বেড়েছে ৮২ শতাংশ
সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান আরামকো ২০১৯ সালে পুঁজিবাজারে নিবন্ধনের পর সবচেয়ে বেশি পরিমাণ লাভের নতুন রেকর্ড গড়ার ঘোষণা দিয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, আগের ত্রৈমাসিকের তুলনায় ৮২ শতাংশ বেড়েছে আরামকোর লাভ।
এ ছাড়াও, এ বছরের প্রথম ত্রৈমাসিকেই তাদের আয় বেড়েছে ৩৯ দশমিক ৫ বিলিয়ন ডলার (প্রায় ৩ লাখ ৩৫ হাজার ৭৫০ কোটি টাকা)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরামকো জানায়, পণ্যের দাম ও উৎপাদনের পরিমাণ বৃদ্ধির কারণেই তাদের আয় বেড়েছে।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকেই বিশ্বজুড়ে চলছে তেল-গ্যাসের সংকট ও মূল্যবৃদ্ধি।
বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি রপ্তানিকারকদের মধ্যে অন্যতম রাশিয়া। তবে পশ্চিমের দেশগুলো চেষ্টা করছে জ্বালানির জন্য রাশিয়ার ওপর থেকে তারা নির্ভরতা কমাবে।
ইউক্রেনে যুদ্ধ শুরুর আগে থেকেই তেলের দাম বাড়ছিল। করোনাভাইরাস থেকে পুনরুদ্ধারের পর জ্বালানির বৈশ্বিক চাহিদা সরবরাহকে ছাড়িয়ে যাওয়ার কারণেই মূলত এই দাম বৃদ্ধি।
শেল, বিপি ও টোটাল এনার্জিসের মতো প্রতিষ্ঠানগুলোও তাদের লাভ বেড়েছে বলে জানিয়েছে। তবে রাশিয়ায় বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় তারা লোকসানের মুখে পড়েছে।
আরামকোর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী আমিন নাসের আজ রোববার জানান, তার প্রতিষ্ঠান 'বিশ্বস্ত, সহজলভ্য ও টেকসই জ্বালানি সরবরাহের মাধ্যমে বিশ্বের জ্বালানি চাহিদা মেটানোর দিকে নজর দিচ্ছে।'
'জ্বালানি নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে এবং আমরা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করছি,' যোগ করেন তিনি।
মার্চে প্রতিষ্ঠানটি বিনিয়োগ বাড়িয়ে আগামী ৫ থেকে ৮ বছরের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণে উৎপাদন বাড়ানোর প্রতিশ্রুতি দেয়।
আরামকো ঘোষণা দিয়েছে, তারা শেয়ারহোল্ডারদের ২০ বিলিয়ন বোনাস শেয়ার দেবে। প্রতি ১০টি শেয়ারের বিপরীতে ১টি করে বোনাস শেয়ার দেওয়া হবে বলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে।
Comments