বাইডেনের ধারণা ইউক্রেনে ‘হামলা’ চালাবেন পুতিন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মনে করেন রুশ প্রেসিডেন্ট প্রতিবেশী ইউক্রেনে 'হামলা' চালাবেন। তবে পুতিন 'সর্বাত্মক' যুদ্ধের পথে হাঁটবেন না বলেও মনে করেন বাইডেন।
আজ বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন মতে, ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়া প্রায় ১ লাখ সৈন্যের সমাবেশ ঘটিয়েছে।
গতকাল হোয়াইট হাউসের ইস্ট রুমে সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, 'আমার ধারণা পুতিন (ইউক্রেনে) হামলা চালাবেন। তিনি সেখানে কিছু একটা করতে যাচ্ছেন।'
মার্কিন প্রেসিডেন্ট এ বিষয়ে পুতিনকে সতর্ক করে বলেন, 'এর পরিণতি ভয়াবহ হবে।' এর জন্য 'চরম মূল্য' দিতে হবে বলেও হুশিয়ারি দেন তিনি।
প্রেসিডেন্ট পুতিনের আসল উদ্দেশ্য সম্পর্কে বাইডেনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আমি কি বলবো তিনি আমাদের পরীক্ষা করছেন?... আমার মনে হয় হয়তো তাই। তবে এর জন্য তাকে চরম মূল্য দিতে হবে।'
বাইডেন আরও বলেন, 'ইউক্রেনে আক্রমণ চালালে পুতিনের ওপর এমন অবরোধ দেওয়া হবে যা তিনি ভাবতেও পারবেন না। শাস্তির মাত্রা নির্ভর করবে হামলার ধরনের ওপর।'
গত রাতে হোয়াইট হাউসের বার্তায় ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার করতে গিয়ে বলা হয়, সংবাদ সম্মেলনে বেশ কয়েকজন সাংবাদিক প্রেসিডেন্ট বাইডেনকে বলেছিলেন যে তার কথায় মনে হচ্ছে ইউক্রেনে 'ছোট' মাত্রার হামলা হলে যুক্তরাষ্ট্র তা মেনে নেবে।
বার্তায় হোয়াইট হাউসের প্রেসসচিব জেন সাকি বলেন, 'যদি রুশ সেনারা ইউক্রেনের সীমানা অতিক্রম করে তাহলে তাকে আগ্রাসন হিসেবে ধরা হবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র তার মিত্রদের নিয়ে যৌথভাবে চরম ব্যবস্থা নেবে।'
এ দিকে, ইউক্রেন সীমান্তের কাছে সৈন্য সমাবেশের কথা মস্কো স্বীকার করলেও ইউক্রেন আক্রমণের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে।
Comments