দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ৩ মাসে ৭ কোটি ১০ লাখ মানুষ দরিদ্র: জাতিসংঘ

স্টার ফাইল ফটো

বিশ্বব্যাপী খাদ্য ও জ্বালানির মূল্যের ঊর্ধ্বগতির কারণে বিশ্বের দরিদ্র দেশগুলোতে ৩ মাসে ৭ কোটি ১০ লাখ মানুষ দরিদ্র হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএনডিপি জানায়, গত ৩ মাসে উন্নয়নশীল বিশ্বে দারিদ্র্যের হার 'করোনা মহামারির চেয়ে' দ্রুত বেড়েছে।

এ সময়ে পণ্যের মূল্যবৃদ্ধির জন্য ইউক্রেন যুদ্ধকে দায়ী করছে ইউএনডিপি।

এ সমস্যা মোকাবিলায় সংস্থাটি 'দরিদ্র পরিবারগুলোকে ন্যায্য ও সাশ্রয়ী প্রক্রিয়ায় নগদ অর্থ সহায়তার' পরামর্শ দিয়েছে।

পাশাপাশি এ সংকট কাটাতে এ সব দেশের সরকারগুলোর 'বহুপাক্ষিক সহযোগিতা' প্রয়োজন বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

'মুদ্রাস্ফীতি মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার বাড়িয়ে দেয়' উল্লেখ করে ইউএনডিপির প্রতিবেদনে বলা হয়, 'এতে মন্দাকালীন দারিদ্র্যের হার আরও বেড়ে যাওয়ার ঝুঁকি আছে, যা এ সংকটকে আরও বাড়িয়ে তুলবে।'

বিশ্বের ১৫৯টি দেশের পরিস্থিতি পর্যালোচনা করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এর মধ্যে বলকান, কাস্পিয়ান সাগর অঞ্চল এবং সাব-সাহারান আফ্রিকা, বিশেষ করে সাহিল অঞ্চলে পরিস্থিতি সবচেয়ে সংকটজনক বলে উল্লেখ করা হয়েছে।

ইউএনডিপি প্রধান আচিম স্টেইনার বলেন, 'এ ধরনের মূল্যবৃদ্ধির অর্থ হলো, বিশ্বের অনেক মানুষ গতকাল যে খাদ্য কিনতে পারত আজ তা আর পারছে না।'

'জীবনযাপনের ব্যয়বৃদ্ধির এ সংকট লাখ লাখ দরিদ্র করেছে এবং অনাহারে পর্যন্ত রেখেছে। এর সঙ্গে সঙ্গে সামাজিক অস্থিরতার হুমকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে,' হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন।

Comments

The Daily Star  | English

Police disperse protesters with water cannons, sound grenades

The march was headed towards the home ministry to protest yesterday's attack on an indigenous group

1h ago