ইয়াঙ্গুনে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর গাড়ি, নিহত ৫
মিয়ানমারের ইয়াঙ্গুন শহরে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীদের ওপর গাড়ি তুলে দিয়ে ৫ জনকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
আজ রোববার সকালে এ ঘটনার পর কমপক্ষে ১৫ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
সেদেশের স্থানীয় নিউজ পোর্টাল মিয়ানমার নাউয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানান, এ ঘটনায় কয়েক ডজন লোক আহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে নিরাপত্তা বাহিনীর একটি চলন্ত গাড়িকে বিক্ষোভকারীদের ওপর তুলে দিতে দেখা যায়। সেসময় রাস্তায় কয়েকজনের মরদেহ পড়ে থাকতেও দেখা গেছে।
সকালে মর্মান্তিক এ ঘটনার পর দুপুরে ইয়াঙ্গুনে আরও একটি বিক্ষোভ সমাবেশ হয়।
গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত ১ হাজার ৩০০ জনেরও বেশি লোক নিহত হওয়া সত্ত্বেও মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে।
নোবেল বিজয়ী অং সান সু চি'র নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক শাসনের প্রত্যাবর্তনের প্রতিবাদে দেশটির বিভিন্ন শহরে বিক্ষিপ্তভাবে এসব বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
Comments