৫ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত চান নারী উদ্যোক্তারা
নারী উদ্যোক্তারা তাদের জন্য করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা নির্ধারণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
তারা নারী মালিকানাধীন ব্যবসায়ের জন্য করপোরেট আয়কর ১০ শতাংশ পয়েন্ট কমিয়ে ২০ শতাংশ করার প্রস্তাবও দিয়েছেন।
একাত্তর টিভি, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও নারী উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই) আয়োজিত এক বৈঠকে তারা এসব দাবি তুলে ধরেন।
নারী উদ্যোক্তারা বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে অনেক অবদান রাখছেন বলে মন্তব্য করেছেন উই সভাপতি নাসিমা আক্তার নিশা।
তাই বাজেট বরাদ্দে নারীদের অগ্রাধিকার দেওয়া উচিত বলেও মনে করেন তিনি।
বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক সায়েমা হক বিদিশা বলেন, বাল্যবিয়ে বন্ধে কর্মসূচি গ্রহণের জন্যও বাজেটে বরাদ্দ থাকা উচিত।
'একইসঙ্গে কীভাবে কর্মজীবী নারীদের বিষয়ে নেতিবাচক মানসিকতা পরিবর্তন করা যায়, সে উপায়ও আমরা খুঁজে বের করছি', যোগ করেন তিনি।
জেন্ডার বাজেট অব্যাহত রাখার প্রস্তাবও করেন ঢাবির এই অধ্যাপক।
তবে, জেন্ডার বাজেট বরাদ্দ সমাজে কোনো ইতিবাচক পরিবর্তন আনছে কি না, তা দেখার জন্য এর সঠিক মূল্যায়ন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
আলোচনায় অংশগ্রহণকারীরা নারী নেতৃত্বাধীন ব্যবসার জন্য টার্নওভার কর কমানোর প্রস্তাবও দেন।
Comments