রিটার্ন দাখিলে ব্যর্থ হলে জরিমানা ১০ থেকে কমিয়ে ৫ হাজার করার প্রস্তাব

স্টার অনলাইন গ্রাফিক্স

নির্ধারিত সময়ের মধ্যে মূল্য সংযোজন কর (ভ্যাট) ও টার্নওভার ট্যাক্স রিটার্ন দাখিল করতে ব্যর্থ হলে জরিমানা কমিয়ে অর্ধেক করার প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে।  

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অর্থদণ্ডের পরিমাণ ১০ হাজার টাকা থেকে কমিয়ে ৫ হাজার টাকা করার প্রস্তাব করেন। 

এ ছাড়া, করদাতাদের অনিচ্ছাকৃত ভুলের জন্য জরিমানা আরোপ না করার বিধান এবং ব্যবসা বন্ধ ও কার্যক্রম পুনরায় চালু করার মধ্যবর্তী সময়ের জন্য রিটার্ন জমা না দেওয়ার বিধান অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেন তিনি। 

ভ্যাটের বকেয়া সুদ আদায়ের সর্বোচ্চ সময়সীমা ২৪ মাস নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

Comments