পোশাক রপ্তানিতে ১ শতাংশ অতিরিক্ত প্রণোদনা অব্যাহত

স্টার অনলাইন গ্রাফিক্স

পোশাক শিল্প খাতে বিদ্যমান বিভিন্ন রপ্তানি প্রণোদনার সঙ্গে ১ শতাংশ হারে অতিরিক্ত প্রণোদনা অব্যাহত রাখা হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ কথা জানান।

তিনি জানান, রপ্তানিতে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরকার ৪৩টি পণ্য ও সেবা খাতে রপ্তানি প্রণোদনা দিয়ে যাচ্ছে।

পোশাক খাতে এসব প্রণোদনার সঙ্গে ১ শতাংশ অতিরিক্ত প্রণোদনা অব্যাহত রাখায় রপ্তানি আশাতিরিক্ত বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করেন তিনি।

বর্তমানে স্থানীয়ভাবে সংগ্রহ করা সুতা ও কাপড়ের মতো কাঁচামাল ব্যবহার করে তৈরি পোশাক রপ্তানিতে ৫ শতাংশ নগদ প্রণোদনা পান রপ্তানিকারকরা।

ইউরোপীয় ইউনিয়ন, কানাডা ও যুক্তরাষ্ট্র ছাড়া অপ্রচলিত বাজারে এসব পণ্য রপ্তানি হলে সরকার আরো ৪ শতাংশ নগদ প্রণোদনা দেয়।

পোশাক রপ্তানিকারকরা গত দুই বছর ধরে সব দেশে অতিরিক্ত ১ শতাংশ নগদ প্রণোদনা পেয়ে আসছেন।

অর্থমন্ত্রী তার বাজেট প্রস্তাবে করোনাভাইরাস টেস্টিং কিট, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামাল শুল্কমুক্তভাবে আমদানির প্রস্তাব করেছেন।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

7h ago