স্পেসএক্স ক্যাপসুলের টয়লেট ভাঙা, ডায়াপার পরে পৃথিবীতে ফিরবেন মহাকাশচারীরা

এই ৪ মহাকাশচারীকে স্পেসএক্সের ক্যাপসুলে আগামী ২০ ঘণ্টা কাটাতে হবে। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে আজ রোববার যে মহাকাশচারীরা পৃথিবীতে ফিরে আসার উদ্দেশে রওনা দেবেন, তাদের পুরো ভ্রমণপথে ডায়াপার পরে থাকতে হবে। কেননা স্পেসএক্সের ক্যাপসুলে থাকা টয়লেটটি ভেঙে যাওয়ার কারণে তারা আর সেটি ব্যবহার করতে পারছেন না।

দ্য গার্ডিয়ান জানায়, নাসার মহাকাশচারী মেগান ম্যাকআর্থার এই পরিস্থিতিকে 'সাবঅপ্টিমাল', তবে ম্যানেজ করে নেওয়ার মতো বলে বর্ণনা করেছেন।

আরও ৩ জন মহাকাশচারীর সঙ্গে তাকে ওই ক্যাপসুলটিতে আগামী ২০ ঘণ্টা কাটাতে হবে। সোমবার সকালের দিকে অবতরণের পর ওই ক্যাপসুল থেকে তাদের বেরিয়ে আসার সম্ভাবনা আছে।

কক্ষপথ থেকে এক সংবাদ সম্মেলনে ম্যাকআর্থার বলেন, 'স্পেসফ্লাইট অনেক ছোট ছোট চ্যালেঞ্জে পরিপূর্ণ। এটিও তেমনি একটি সমস্যা, আমরা যার মুখোমুখি হয়েছি। তবে আমরা এর সমাধানের চেষ্টা করব এবং এটি নিয়ে আমরা খুব বেশি চিন্তিত নই।'

শুক্রবার একাধিক বৈঠকের পর মিশন ম্যানেজাররা অন্যদের পাঠানোর আগেই এই ৪ মহাকাশচারীকে পৃথিবীতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন। খারাপ আবহাওয়া ও একজন ক্রুর চিকিৎসা জটিলতার কারণে স্পেসএক্সের উৎক্ষেপণ ১ সপ্তাহেরও বেশি বিলম্ব হয়েছে। এখন নিরাপদ উৎক্ষেপণের জন্য বুধবার রাতটিকে নির্ধারণ করেছে স্পেসএক্স।

Comments

The Daily Star  | English

AL leaders' homes, businesses destroyed, vandalised

Demolition work on Dhanmondi-32 was on going till filing of this report at 1:30am

39m ago