বিশ্বের প্রথম ৩ ট্রিলিয়ন ডলারের প্রতিষ্ঠান অ্যাপল

ছবি: রয়টার্স

আরেকটি বড় মাইলফলক ছুঁয়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল ইনকরপোরেশন। গতকাল সোমবার প্রতিষ্ঠানটির বাজার মূল্য ৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। এতে বিশ্বের সব ব্যবসা প্রতিষ্ঠানকে ছাড়িয়ে শীর্ষে অবস্থান করছে অ্যাপল।

সিএনএন জানায়, অ্যাপলের প্রতি শেয়ারের মূল্য প্রায় ৩ শতাংশ বেড়ে সর্বকালের সর্বোচ্চ ১৮২ দশমিক ৮৮ ডলারের পৌঁছায়। যদিও প্রতিষ্ঠানটির বাজার মূল্য ৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছতে প্রতি শেয়ারের মূল্য ১৮২ দশমিক ৮৫ ডলার হলেই চলতো। তবে স্টক পরবর্তীতে সর্বোচ্চ স্তর থেকে নেমে আসে।

২০১৮ সালের আগস্টে অ্যাপলের বাজার মূল্য প্রথম ১ ট্রিলিয়ন ডলার অতিক্রম করে। এর ২ বছর পরই ২০২০ সালে প্রতিষ্ঠানটির বাজার মূল্য ২ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।

২০২১ সালে অ্যাপলের শেয়ার প্রায় ৩৫ শতাংশ বেড়েছে। নতুন আইফোন ১৩ ও অন্যান্য পুরনো মডেলের পাশাপাশি অ্যাপল মিউজিক, অ্যাপল টিভি+, আইক্লাউড এবং এর জনপ্রিয় অ্যাপ স্টোরের মতো সাবস্ক্রিপশন পরিষেবার চাহিদা বেড়ে যাওয়ায় বেশ উপকৃত হয়েছে অ্যাপল।

গত সেপ্টেম্বরে শেষে অ্যাপলের ত্রৈমাসিকে বিক্রি প্রায় ৩০ শতাংশ বেড়ে ৮৩ বিলিয়ন মার্কিন ডলারের বেশি হয়। এ ছাড়া, কোম্পানির নগদ ১৯১ বিলিয়ন ডলার রয়েছে।

বাজার মূল্যে অ্যাপলের পরেই আছে আরেক টেক জায়ান্ট মাইক্রোসফট। মাইক্রোসফটের বর্তমান বাজার মূল্য প্রায় আড়াই ট্রিলিয়ন ডলার। গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটটের বাজার মূল্য ২ ট্রিলিয়ন ডলার। এ ছাড়া, অ্যামাজনের বাজার মূল্য ১ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার এবং ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলার বাজার মূল্য প্রায় ১ দশমিক ২ ট্রিলিয়ন ডলার।

Comments

The Daily Star  | English

Crane brought to Dhanmondi-32 after vandalism

Protesters stormed and vandalised the Dhanmondi-32 residence of Bangabandhu Sheikh Mujibur Rahman tonight following social media announcements of a "Bulldozer Procession"

3h ago