পরীক্ষামূলকভাবে দেশের ৬ এলাকায় ফাইভ-জি চালু

ছবি: স্টার

পঞ্চম প্রজন্মের মোবাইল প্রযুক্তিতে প্রবেশ করল বাংলাদেশ। রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক দেশের ছয়টি এলাকায় পরীক্ষামূলকভাবে ফাইভ-জি সেবা চালু করেছে।

আজ রোববার ঢাকায় র‍্যাডিসন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠান থেকে পরীক্ষামূলকভাবে ফাইভ-জি সেবা চালু করা হয়। এতে প্রযুক্তিগত সহায়তা দিয়েছে হুয়াওয়ে। এর মাধ্যমে উচ্চ গতির মোবাইল ইন্টারনেটের জগতে প্রবেশ করল দেশ।

তবে শুরুতেই দেশের বেশিরভাগ টেলিটক গ্রাহক ফাইভ-জি সেবা উপভোগ করতে পারছেন না। ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, সচিবালয়, ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান টুঙ্গিপাড়া এবং সাভারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকায় এই সেবা পাওয়া যাবে।

অনুষ্ঠানে জানানো হয়, টেলিটক পর্যায়ক্রমে জেলা পর্যায়ে ফাইভ-জি নেটওয়ার্ক সম্প্রসারণ করবে। আগামী বছরের মধ্যে ২০০টি এলাকায় এই সেবা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা আছে প্রতিষ্ঠানটির।

প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফাইভ-জি উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন ডাক টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। জাতীয় সংসদে এই মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান এ কে এম রহমতুল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা দেখানো হয়।

ফাইভ-জি ছড়িয়ে দিতে আগামী বছরের মার্চ মাসে তরঙ্গ নিলাম করবে সরকার। এর পরই বেসরকারি মোবাইল অপারেটরগুলো দেশে ফাইভ-জি চালু করতে পারবে।

বিশ্বের প্রায় ৬০টি দেশে ফাইভ-জি চালু হয়েছে।

Comments

The Daily Star  | English

Climate finance: COP29 draft proposes $250b a year

COP29 draft deal says rich nations should pay the amount to fight climate change

1h ago