বিমানবন্দরে হয়রানিতে লিখিত অভিযোগ করুন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পর্তুগালের আওয়ামী লীগের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। ছবি: সংগৃহীত

প্রবাসীরা দেশে যাওয়া-আসার সময় বিমানবন্দরে কোনো ধরনের হয়রানির শিকার হলে লিখিত অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন পর্তুগাল সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

দেশটিতে ৫ দিনের রাষ্ট্রীয় সফরে আসা পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সময় শুক্রবার বিকেলে রাজধানী লিসবনে পর্তুগাল আওয়ামী লীগ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা সভাপতি রাফিক উল্লাহ, উপদেষ্টা মাহবুব আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ দলীয় নেতারা বক্তব্য রাখেন ।

বক্তারা বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি প্রবাসীদের নানা সমস্যা বিশেষ করে দেশের বিমানবন্দরগুলোতে প্রবাসীদের হয়রানি, পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে ভোগান্তি ও পাসপোর্ট সংশোধনের সময় বাড়ানো, ঢাকায় পর্তুগিজ দূতাবাস স্থাপনের কথা তুলে ধরেন।

পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের অবদান ও দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্কের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ঢাকায় পর্তুগালের দূতাবাস খোলা, পর্তুগিজ বিশ্ববিদ্যালয়গুলোয় বাংলাদেশি শিক্ষার্থীদের আরও সুযোগ দেওয়াসহ নানা বিষয়ে অনুরোধ জানানো হয়েছে।

তিনি লিসবনের স্থায়ী শহীদ মিনারের সংস্করণ ও বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনসহ বাংলাদেশকে তুলে ধরার নানা উদ্যোগে কথা উল্লেখ করেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান, দ্বিতীয় সচিব আবদুল্লাহ আল রাজি ও আলমগীর হোসেন, কমিউনিটি সংগঠনের নেতারা।

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

2h ago