ফের কাদায় আটকে গেল হাতিটি, চিকিৎসা শেষে ফিরল বনে
চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকায় কাদায় আটকে পড়ে আলোচনায় আসা বুনো হাতিটি ৬ দিন পর ফের কাঁদায় আটকে যায়। পরে বৃহস্পতিবার বিকেলে হাতিটিকে উদ্ধার করে দুই দফা চিকিৎসা দিয়ে বনে ফিরিয়ে দেন বনবিভাগের কর্মীরা।
গত শুক্রবার উপজেলার শিলক ইউনিয়নের তৈলাভাঙ্গা বিলে কাদায় আটকে গিয়েছিল ওই হাতিটি। ১০ ঘণ্টা পর বন্য হাতিটিকে উদ্ধার করে বন বিভাগ। ওই হাতিটিই গত বুধবার আবার লোকালয়ে এসে কাদায় আটকে পড়ে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, কোদালা চা বাগানের পূর্ব পাশে জামিলাবাদ বিলের কাদার মধ্যে হাতিটি ফের আটকে গিয়েছিল। খবর পাওয়ার পর কক্সবাজারের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের চিকিৎসক, হাতির মাহুত এবং কর্মীদের উদ্ধারে পাঠানো হয়। স্থানীয় বনবিভাগের সহযোগিতায় হাতিটি উদ্ধার করা হয়।
তিনি বলেন, হাতিটি পেছনের দিকে ক্ষত আছে। পাশাপাশি হাতিটি দুর্বলও। উদ্ধারের পর হাতিটিকে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে হাতিটি বনে ফিরে যায়।
Comments