অবশেষে উদ্ধার হলো হাতি শাবকটি
জলাভূমিতে কাদায় আটকে পড়া হাতি শাবকটিকে ১৬ ঘণ্টা পর বন কর্মকর্তাদের সহযোগিতায় স্থানীয়রা উদ্ধার করেছে।
গতকাল মধ্যরাত থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা টি এস্টেট সংলগ্ন একটি জায়গায় হাতিটি আটকে পড়ে।
এলাকার স্থানীয় সাঈদ হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, শতাধিক স্থানীয় লোকজন দড়ি দিয়ে বেঁধে শুকনো মাটিতে টেনে নিয়ে যায়।
তিনি বলেন, স্থানীয় লোকজন যাদের ফসলে প্রায়ই হাতি আক্রমণ করে তারাই স্তন্যপায়ী প্রাণীটিকে সাহায্য করতে এগিয়ে আসে।
চট্টগ্রাম (দক্ষিণ) বিভাগীয় বন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, স্থানীয়দের সহায়তায় দুপুর সোয়া একটার দিকে তারা এটি উদ্ধার করতে সক্ষম হন।
হাতিটি পাশের জঙ্গলে চলে গেছে, জানান তিনি।
Comments