১২ ঘণ্টা ধরে কাদায় আটকে আছে হাতি শাবক
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নে শনিবার ভোর থেকে ১২ ঘণ্টা ধরে জলাভূমির কাদায় আটকা পড়ে আছে একটি হাতি শাবক।
স্থানীয়রা জানান, রোদ ও গরমের তীব্রতায় স্তন্যপায়ী প্রাণীটি দুর্বল হয়ে পড়েছে। তাপমাত্রা সহনীয় রাখতে হাতিটিকে পানি দেওয়া প্রয়োজন।
স্থানীয় বাসিন্দা জানে আলম দ্য ডেইলি স্টারকে জানান, হাতিটির কান্নায় পুরো এলাকা ভারী হয়ে উঠেছে।
তিনি অভিযোগ করেন, আমরা বন বিভাগকে জানিয়েছি, কিন্তু তারা এখনও সাড়া দেয়নি।
যোগাযোগ করা হলে চট্টগ্রাম (দক্ষিণ) এর বিভাগীয় বন কর্মকর্তা শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, তারা ঘটনাস্থলে একটি দল পাঠিয়েছেন, যারা ভিটামিন ইনজেক্ট করবে, পানি দেবে এবং চোরাবালি থেকে হাতিটিকে উদ্ধারে এক্সক্যাভেটর নিয়ে যাবে।
Comments