সাভারে ট্যানারি বন্ধে অ্যাকশন শুরু হয়েছে: সংসদীয় কমিটি 

সংসদ ভবন
ফাইল ফটো

সাভারে ট্যানারি বন্ধে অ্যাকশন শুরু হয়েছে বলে পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি আজ মঙ্গলবার এক বৈঠকে জানিয়েছে। দূষণের দায়ে ইতোমধ্যে ৭টি ট্যানারির বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এছাড়া দূষণের মাত্রা খুবই বেশি এমন আরও ২৩টি ইউনিটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে কমিটি।

জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকের সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এবং আওয়ামী লীগের সংসদ সদস্য (ঢাকা-৯) সাবের হোসেন চৌধুরী।

বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, 'সাভার ট্যানারিতে অ্যাকশন শুরু হয়েছে। কিছু বাধা এলেও আমরা এটা করতে পেরেছি। পরিবেশ দূষণ প্রশ্নে কোন আপস করা হবে না।'

তিনি বলেন, 'দেশে লাল তালিকাভুক্ত শিল্প কারখানা প্রায় ৪ হাজারের মতো। অবৈধ ব্রিক ফিল্ডও আছে ৩-৪ হাজার। এসব প্রতিষ্ঠান মনিটরিংয়ের জন্য লোকবল কম। এজন্য আমরা অর্গানোগ্রাম সংশোধন করে লোকবল বাড়ানোর কথা বলেছি।'

পরিবেশ খাতে অবদানের জন্য নারীদের অ্যাওয়ার্ড 

সাবের চৌধুরী বলেন, পরিবেশ খাতে নারীদের অবদানের স্বীকৃতি দিতে আগামী বছর থেকে নারী দিবস উপলক্ষে পুরষ্কার দেয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী বছর থেকেই এটা চালু করা হবে।

এটা কীভাবে হবে সেই বিষয়ে মন্ত্রণালয় নীতিমালা তৈরি করবে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Dhaka condemns desecration of national flag in Kolkata

Condemns violent protests outside its Deputy High Commission in Kolkata

3h ago