দিনাজপুর, মৌলভীবাজারের অবৈধ ইটভাটা ৭ দিনের মধ্যে বন্ধের নির্দেশ
পরিবেশ দূষণ রোধে দিনাজপুর ও মৌলভীবাজারে লাইসেন্স ছাড়া অবৈধ ইটভাটা ৭ দিনের মধ্যে বন্ধ করে দিতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে আইনজীবী মনজিল মুরশিদের করা পৃথক দুটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি ফাতেমা নাজিবের হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ নির্দেশনা দেন।
নির্দেশনা মেনে দুই সপ্তাহের মধ্যে পৃথক প্রতিবেদন জমা দিতে বলেছে হাইকোর্ট।
দিনাজপুর ও মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক এবং পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট দপ্তরকে লাইসেন্স নেই এমন ইটভাটার তালিকা ৬ সপ্তাহের মধ্যে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে ইটভাটা বন্ধে তাদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা চার সপ্তাহের মধ্যে জানতে চেয়ে দুটি রুল জারি করেছেন আদালত।
আবেদনের ভার্চুয়াল শুনানির সময় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
Comments