সুনামগঞ্জে বন্যায় আটকে ২১ ঢাবি শিক্ষার্থী, উদ্ধারের আর্তি

সুনামগঞ্জ ভ্রমণে গিয়ে বন্যায় আটকা পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ জন শিক্ষার্থী তাদের উদ্ধারের জন্য আকুতি জানিয়েছেন।
বেড়াতে গিয়ে বন্যায় আটকে পড়া শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ ভ্রমণে গিয়ে বন্যায় আটকা পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ জন শিক্ষার্থী তাদের উদ্ধারের জন্য আকুতি জানিয়েছেন।

গত ১৪ জুন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তারা সুনামগঞ্জ ভ্রমণে যান। তাদের ভেতর ৭ জন নারী শিক্ষার্থীও আছেন। বর্তমানে তারা সুনামগঞ্জ সদরের পানসী আবাসিক হোটেলে অবস্থান করছেন বলে জানা গেছে।

আটকে পড়া শিক্ষার্থীদের একজন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শোয়াইব আহমেদ তাদের উদ্ধারের আকুতি জানিয়ে ফেসবুকে লেখেন, 'একটা হঠাৎ ট্যুরের আয়োজন এতটা বাজে অভিজ্ঞতা দিবে ভাবতেও পারি নাই৷ সারাদিন বৃষ্টি, বজ্রপাত আর নিজেদের সব আনন্দের জলাঞ্জলি। এরপরও আতঙ্কের শেষ নেই। এখন থাকার জায়গা পাওয়া যাচ্ছে না।'

বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় স্থানীয় বাসিন্দারা নিজেদের ঘরবাড়ি ছেড়ে হোটেলে উঠে গেছেন জানিয়ে শোয়াইব আরও বলেন, 'হাইওয়ে রোড পানির নিচে ডুবে আছে, ঢাকার সব বাস সার্ভিস বন্ধ। আমরা নিরাপদে আছি। আমাদের দ্রুত ঢাকায় ফিরতে চাই।'

এমন পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আটকে পড়া শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী। দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'আমরা আটকে পড়া শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করেছি। তারা ভালো আছে। তাদের সহযোগিতা করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি।'

শিক্ষার্থীদের উদ্ধারের বিষয়ে ইতোমধ্যে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সঙ্গে কথা হয়েছে জানিয়ে গোলাম রব্বানী আরও বলেন, 'সেখানে খাবারসহ প্রয়োজনীয় সামগ্রী পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। ঢাকায় আনতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।'

Comments

The Daily Star  | English

Ex-president Badruddoza Chowdhury passes away

He breathed his last at 3:15am today while undergoing treatment at the Uttara Women’s Medical College

2h ago