সুনামগঞ্জে বন্যায় আটকে পড়া ঢাবি শিক্ষার্থীরা এখন নিরাপদে আছেন

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে বেড়াতে গিয়ে বন্যায় আটকে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২১ শিক্ষার্থী বর্তমানে নিরাপদে আছেন।
বেড়াতে গিয়ে বন্যায় আটকে পড়া শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে বেড়াতে গিয়ে বন্যায় আটকে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২১ শিক্ষার্থী বর্তমানে নিরাপদে আছেন।

তাদের পানসী রেস্তোরাঁ থেকে উদ্ধার করে শুক্রবার বিকেলে জেলা পুলিশ লাইনসে নেওয়া হয়েছে।

সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'শিক্ষার্থীরা এখন নিরাপদে আছেন। তাদের পুলিশ লাইনসে নেওয়া হয়েছে। সেখানে পুলিশের সঙ্গে থাকবে। সুবিধা মতো সময় ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হবে।'

গত ১৪ জুন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তারা সুনামগঞ্জ ভ্রমণে যান। তাদের মধ্যে ৭ জন নারী শিক্ষার্থী আছেন।

Comments