বন্যার দশম দিনে সিলেটে সরকারি-বেসরকারি ত্রাণ বিতরণে সমন্বয় কমিটি গঠন
গত ১৫ জুন সিলেট বিভাগে বন্যা শুরু হলেও ত্রাণ বিতরণ ও পুনর্বাসন সমন্বয় করতে আজ শুক্রবার উপজেলাভিত্তিক কমিটি গঠন করেছে সিলেট বিভাগীয় প্রশাসন।
কমিটিতে থাকছেন উপজেলা পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় বিশিষ্টজনরা।
আজ শুক্রবার সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'এ বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা না থাকলেও, সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রতিটি উপজেলায় একটি করে কমিটি গঠন করা হয়েছে।'
তিনি জানান, এসব কমিটির প্রধান হিসেবে থাকছেন উপজেলার পর্যায়ের একজন সরকারি কর্মকর্তা। এছাড়া ইউনিয়ন পরিষদগুলোর চেয়ারম্যান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, স্বাস্থ্য কর্মকর্তা, পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কমিটির সদস্য হিসেবে থাকবেন।
গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলামকে উপজেলা সমন্বয় কমিটির প্রধান করা হয়েছে।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রতিটি কমিটি উপজেলার বন্যাকবলিত অতি দরিদ্র ও দরিদ্রদের তালিকা করবে এবং ক্ষয়ক্ষতি পর্যালোচনা করবে। পরে সে আলোকে সরকারি ও বেসরকারি ত্রাণ বিতরণে একটি সেন্টার থেকে বিতরণে সহযোগিতা করবে।'
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ ডেইলি স্টারকে বলেন, 'বন্যার্তদের সহযোগিতায় সরকারি ত্রাণের পাশাপাশি বেসরকারি উদ্যোগে সারাদেশ থেকে ত্রাণ আসছে। কিন্তু সমন্বয় না থাকায় কোনো জায়গায় কয়েকবার ত্রাণ যাচ্ছে, আবার কোথাও যাচ্ছে না।'
'উপজেলা পর্যায়ে এসব কমিটি সমন্বয়ের দায়িত্বে থাকলে ত্রাণের সুষম বন্টন হবে,' যোগ করেন তিনি।
Comments