বগুড়ায় বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনার পানি
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে চরাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে পানি বিপৎসীমা অতিক্রম করেছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা দ্য ডেইলি স্টারকে জানান, আগামী ৫-৬ দিন পানি বাড়তেই থাকবে।
আগামী ২৩ তারিখের পরে বন্যার পানি কমতে থাকবে উল্লেখ করে নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, উজানে আসাম ও মেঘালয় থেকে পানি আসায় এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
Comments