ত্রাণ চুরির অভিযোগে ইউপি সচিব কারাগারে

মঙ্গলবার বিকেলে তাকে আটক করে পুলিশ। ছবি: সংগৃহীত

বন্যাদুর্গতদের জন্য বরাদ্দ সরকারি ত্রাণের মালামাল চুরির অভিযোগে নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব মুছা মিয়া (৪০) ও তার এক সহযোগীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বুধবার দুপুরে তাদের ২ জনকে নেত্রকোণার একটি আদালতে হাজির করা হলে, আদালত তাদের কারাগারে পাঠান।

ইউপি সচিব মুছা মিয়া উপজেলার চুকয়া ইউনিয়নের ফতুয়া গ্রামের বাসিন্দা এবং তার সহযোগী নাসিম আহমেদ মেন্দিপুর ইউনিয়নের বোয়ালী গ্রামের বাসিন্দা।

এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে এই অভিযোগে তাদের আটক করে পুলিশ।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, মেন্দিপুরের ইউপি চেয়ারম্যান মো. আবু হাকিম  সরকারি ত্রাণের বিভিন্ন খাদ্যসামগ্রী সোমবার রাতে ইউপি সচিব মুছা ও তার সহযোগী নাসিমের তত্ত্বাবধানে রেখে বাড়ি যান।

মঙ্গলবার চেয়ারম্যান ত্রাণ বিতরণের সামগ্রী কম দেখতে পেয়ে বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম আরিফুল ইসলামকে জানান।

ওসি জানান, ইউএনও ঘটনাস্থলে পুলিশ পাঠালে, পুলিশ স্থানীয় বোয়ালী বাজারে নাসিমের স্টুডিওতে অভিযান চালিয়ে চুরি যাওয়া ত্রাণের ১৬ প্যাকেট খাদ্যসামগ্রী উদ্ধার করে এবং ইউপি সচিব মুছা ও নাসিমকে আটক করে।

এ ঘটনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একটি মামলা করেছেন বলে ওসি মো. মুজিবুর রহমান জানিয়েছেন।

Comments