পদ্মা সেতু উদ্বোধন: ২৫ জুনের এসএসসি পরীক্ষা ২৪ জুন

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ২৫ জুনের এসএসসি পরীক্ষা ২৪ জুন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

এসএসসি পরীক্ষা উপলক্ষে আজ রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।

বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু আগামী ২৫ জুন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শিক্ষামন্ত্রী জানান, এসএসসি পরীক্ষা উপলক্ষে আগামী ১৫ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে।

এ বছর ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী অংশ নেবে বলে জানিয়েছেন তিনি।

আগামী ১৯ জুন থেকে ৬ জুলাই সারাদেশে ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

Comments

The Daily Star  | English

Regulating online hate speech 'not censorship': UN rights chief

Instead, Meta platforms including Facebook and Instagram, 'would use community notes similar to X (formerly Twitter), starting in the US'

1h ago