শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা নেয়নি পুলিশ
শরীয়তপুরে শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় মামলা দায়েরের জন্য গভীর রাত পর্যন্ত থানায় অপেক্ষার পরও ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা নেয়নি পুলিশ।
আজ বৃহস্পতিবার শরীয়তপুরের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. হারুন অর রশীদ দ্য ডেইলি স্টারকে মামলা না নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার বিকেলে কলেজের শিক্ষককে লাঞ্ছিত করা হয়। পরে রাত ১১টার দিকে ওই শিক্ষক মামলা দায়েরের জন্য পালং মডেল থানায় যান। সেখানে রাত ১টা পর্যন্ত অপেক্ষার পরও মামলা নেয়নি পুলিশ।
তিনি আরও বলেন, 'এই ঘটনার পর রাতেই বোর্ড মিটিংয়ের মাধ্যমে ফৌজদারি মামলা দায়েরের সিদ্ধান্ত হয়। আমি মামলার বাদী হয়ে সহকারী অধ্যক্ষসহ ২৫-২৮ জন শিক্ষককে নিয়ে বুধবার রাত ১১টার দিকে পালং মডেল থানায় মামলা দায়েরের জন্য যাই। পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের অভিযোগের কিছু অংশ পরিবর্তন করতে বলেন। আমরা পরপর ৩ বার অভিযোগ পরিবর্তন করে মামলাটি গ্রহণ করতে বলি। তখন তিনি বলেন, আজকে অনেক রাত হয়ে গেছে, আপনার অভিযোগটি রেখে চলে যান। আমাদের প্রশাসনিক কিছু প্রক্রিয়া আছে, সেটি শেষ হলে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করব। রাত বেশি হয়ে যাওয়ায় আমরা চলে আসি। আজ দুপুরে থানায় ফোন দিয়ে জানতে পারি এখনো মামলাটি দায়ের হয়নি।'
শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় অভিযোগ পাওয়ার পরও কেন মামলা নেওয়া হয়নি জানতে চাইলে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকতার হোসেন দ্য ডেইলি স্টারকে কোনো বক্তব্য করতে রাজি হননি।
বুধবার বিকেলে শরীয়তপুরের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজের একটি খাবারের অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় ওই কলেজের প্রভাষক বি এম সোহেলকে লাথি ও কিল ঘুষি মারে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সোহাগ ব্যাপারী।
Comments