নেতা-কর্মীরা সাংবাদিকদের ওপর হামলা করলে ব্যবস্থা: ছাত্রলীগ সভাপতি

ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও ঢাবি শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন আজ সোমবার ঢাবি সাংবাদিক সমিতির কার্যালয়ে মত বিনিময় করতে আসেন। ছবি: সংগৃহীত

ছাত্রলীগের কোনো নেতা-কর্মী অতি উৎসাহী হয়ে সাংবাদিকদের ওপর হামলা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় অন্তত একজন সাংবাদিক মারধরের শিকার হন। গতকাল রাজু ভাস্কর্যে ছাত্রলীগের এক কর্মসূচিতে ঢাবিতে কর্মরত ক্যাম্পাস সাংবাদিকদের প্রকাশিত সংবাদ নিয়ে অসন্তোষ প্রকাশ করে বক্তব্য দেন। এর পরিপ্রেক্ষিতে আলোচনার জন্য ছাত্রলীগের সভাপতিকে আজ ঢাবি সাংবাদিক সমিতি কার্যালয়ে ডাকেন সাংবাদিকরা।

ছাত্রলীগ সভাপতি বলেন, সংগঠনের কেউ অতি উৎসাহী হয়ে সাংবাদিকদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ছাত্রলীগ সভাপতি বলেন, 'আমরা একে অপরের শত্রু নই। আমরা বলতে চাই, যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে, তবে আমরা আমাদের নেতা-কর্মীদের নির্দেশনা দেবো, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে। কেউ যদি ব্যক্তিগতভাবে অতি উৎসাহী হয়ে এ রকম কোনো ঘটনা ঘটায়, তাহলে অবশ্যই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক, এটা আমরা কেউই চাই না। কেননা, আমরা এখানে সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ভাই-ভাই।'

সাংবাদিকদের সঙ্গে যথাযথ আচরণের জন্য নেতা-কর্মীদের নির্দেশনা দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, 'ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের নিজের মতো কাজ করবে, সাংবাদিকরা তাদের কাজ করবেন। এক্ষেত্রে অতি উৎসাহী হয়ে সাংবাদিকদের সঙ্গে বিরূপ আচরণের কোনো সুযোগ নেই।'

ছাত্রলীগের ঢাবি শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, 'আমরা চাই ঢাবিসহ সারা দেশের প্রতিটি ক্যাম্পাসে যেন শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় থাকে। এ বিষয়ে আমরা সকলের সহযোগিতা চাই। এক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। আমরা তাদের সহযোগিতাও প্রত্যাশা করি।'

মত সভায় উপস্থিত ছিলেন ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি মামুন তুষার, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুবেল, যুগ্ম-সাধারণ সম্পাদক আসিফ হাওলাদার, দপ্তর সম্পাদক নাসিমুল হুদা, অর্থ সম্পাদক মাহাদী হাসানসহ সমিতির অন্য সদস্যরা।

Comments

The Daily Star  | English

Interim govt an outcome of country's unity: Yunus

CA urges political parties to extend support at all-party meeting on July uprising proclamation

40m ago