ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া
রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
আজ শনিবার দুপুরে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। শিক্ষার্থীরা যে যার মতো কলেজে অবস্থান করছেন। সকাল ১১টার দিকে ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের প্রথমবর্ষের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছিল। তবে কারণ জানা যায়নি।
তিনি আরও বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আইডিয়াল কলেজের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়।
Comments